চালু হলো ক্যান্সার শনাক্তের অত্যাধুনিক ফিউশন মেশিন
চট্টগ্রাম নিউক্লিয়ার মেডিসিনে চালু হলো ক্যান্সার রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্র স্পেক্ট সিটি বা ফিউশন মেশিন। ক্যান্সার টিস্যু শনাক্তকরণ, বোন স্ক্যান, সিটি স্ক্যানসহ বিভিন্ন রোগ নিরূপন সহজে এ মেশিন দিয়ে করা সম্ভব। স্বল্প খরচের মধ্যেই ইতোমধ্যে এ মেশিনে সুফল পেতে শুরু করেছেন রোগীরা। চালু হওয়া এ মেশিন থেকে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ জন রোগী সেবা পাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে থাকলেও চট্টগ্রামের আর কোথাও অত্যাধুনিক এ মেশিন নেই। চট্টগ্রামের প্রথম অত্যাধুনিক ফিউশন মেশিন হচ্ছে এটি। এখন পর্যন্ত যে সকল রোগী আসছে, তারমধ্যে সবচেয়ে বেশি রোগী হচ্ছে ক্যান্সারের । খরচ কম হওয়ায় এখানে রোগীদের আনাগোনাও বাড়ছে।