উত্তম চর্চা
(জাতীয় শুদ্ধচার কৌশল কর্মপরিকল্পনা )
- নিয়মানুবর্তিতা,সততা ,সেবার মনোভাব নিয়ে কাজ করা।
- যথাসময়ে (সকাল ৭.৫৯মি.)অফিসে উপস্থিত হওয়া এবং অফিস সময় শেষ হওয়ার পূর্বে অফিস ত্যাগ না করা ।
- অফিস চলাকালীন সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিসের বাইরে অবস্থান না করা।
- দাপ্তরিক নথির কাজ দ্রুত এবং যথাসময়ে সম্পন্ন করা।
- দাপ্তরিক নথিপত্র শ্রেনীবিন্যাস করে সুসজ্জিত রাখা।
- সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সু আচরণ/ যথাযথ আচরণ করা।
- সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদান ও তাদের সঙ্গে সু আচরণ/ যথাযথ আচরণ করা।
- রশিদ প্রদান সাপেক্ষে সেবার মূল্য গ্রহন করা এবং কোন প্রকার আর্থিক অনিয়মের সাথে জড়িত না থাকা।
- সেবা প্রদানের মাধ্যমে অর্জিত রাজস্ব আয় নিয়মত সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা প্রদান করা।
- দাপ্তরিক ও সেবামলূক কর্মকান্ডের পর্যালোচনার জন্য প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত সভা করা ।
- বিদ্যুতের অপচয় রোধকল্পে অফিস কক্ষ ত্যাগ করার সময় লাইট ,কম্পিউটার ও এসিসহ সকল প্রকার যন্ত্রপাতি বন্ধ করা।
- প্রতিটি দপ্তর আঙ্গিনাসহ পরিস্কার-পরিছন্ন রাখা।
- গবেষণার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি যত্নের সাথে ব্যবহার করা এবং অব্যবহৃত ও নষ্ট যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ ও বিনষ্ট করার ব্যবস্থা করা।
- পরিমিতভাবে মনিহারী / ষ্টেশনারী অফিস দ্রবাদি ব্যবহার করা।